গৌতম দাশগুপ্ত
ঢেউএর মাথায়
গৌতম দাশগুপ্ত
ফোড়ন দেওয়া মুসুরির ডাল
আর রুটি
সকালের ব্রেকফাস্ট চিবিয়ে
ভাদুড়িবাবু পাশের বাড়িতে এলেন
মেয়েটার বাবা বারান্দায় বসা
জোরে একটা ঢেকুর তুলে
মেয়ের বাবাকে বললেন
কিছু খবর পেলে ?
মেয়ের বাবা নির্বাক
স্পন্দনহীন চোখে
শুধু মাথা নাড়ান ।
কাতলা মাছের ঝোল খেয়ে
রাতে আবার ভাদুড়িবাবু অথচ
চোখের সামনে দেখলেন
শুধু গণজলসমুদ্র
সমস্ত উত্তর নিয়ে ঢেউয়ের মাথায়
মেয়ের বাবার মুষ্টিবদ্ধ হাত ।

পাঠকের মতামতঃ